Terms and Conditions
01. নয়ন২৪ কী?
নয়ন২৪ একটি অনলাইন প্ল্যাটফর্ম,একটি ডিজিটাল কোম্পানি।
নয়ন২৪ প্রতিষ্ঠাতা জনাব [Zubayer Ahmed] ২০২৫ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কার্যক্রমে সফলভাবে কাজ করছেন।
02. সাধারণ টার্মস
-
নয়ন২৪ এর কোনো ব্লগ কন্টেন্ট, থিম, টেমপ্লেট বা কোর্স কপি/বিক্রয়/হস্তান্তর করা যাবে না।
-
কোনো ওয়েবসাইট প্যাকেজ ক্রয় করলে বেসিক ভার্সন দেওয়া হবে। অতিরিক্ত কাস্টমাইজেশনের জন্য আলাদা চার্জ প্রযোজ্য।
-
বহিঃর্গত লিঙ্ক ব্যবহারে নিজ দায়িত্বে প্রবেশ করতে হবে।
-
অফিস আওয়ার ধরা হয় ২৪ ঘন্টা
03. কপিরাইট নীতি
-
নয়ন২৪ এ প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকার শুধু নয়ন২৪ এর।
-
কোনো কন্টেন্ট কপি-পেস্ট করা যাবে না।
04. গোপনীয়তা নীতি
-
ব্যবহারকারীর নাম, ইমেইল, ফোন নাম্বার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয়। তবে এর ১০০% গ্যারান্টি নেই।
-
বিজ্ঞাপন প্রদর্শন ও ট্র্যাফিক এনালাইসিসের জন্য কুকিজ ব্যবহার করা হয়।
-
কিছু কন্টেন্ট দেখতে অথেনটিক অ্যাকাউন্ট/কোড প্রয়োজন হতে পারে।
05. কমেন্ট পলিসি
-
শুধুমাত্র সংশ্লিষ্ট পোস্ট/ভিডিও/পেজ সম্পর্কিত মন্তব্য করা যাবে।
-
গঠনমূলক সমালোচনা অনুমোদিত, কিন্তু অশ্লীল, বিজ্ঞাপনমূলক বা আক্রমণাত্মক শব্দ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
06. আমাদের নীতিমালায় একমত প্রসঙ্গে
- আপনি যদি নয়ন২৪ এর যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাহলে এর সকল শর্ত, প্রাইভেসি পলিসি ও নীতিমালার সাথে একমত বলে বিবেচিত হবে।
- যদি কোনো শর্তের সাথে একমত না হন তবে আমাদের সার্ভিস/কোর্স গ্রহণ করবেন না।
07. বিশেষ দ্রষ্টব্য
-
ফ্রি ও পেইড উভয় ধরণের মেম্বারশিপ রয়েছে।
-
সকল কোর্স/সার্ভিসের অতিরিক্ত ফি প্রযোজ্য।
-
নীতিমালা ভঙ্গ করলে বিনা নোটিশে সার্ভিস বাতিল হতে পারে।
-
সময়ে সময়ে নীতিমালা পরিবর্তিত/পরিমার্জিত হতে পারে।
নয়ন২৪ এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url